ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র থেকে ১৮ হাজার ভারতীয় নাগরিক বিতাড়িত হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ২২ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১২:৪৪, ২২ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল থেকে শুরু করে সীমান্তে জরুরি অবস্থা জারি পর্যন্ত বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি। আর এই তালিকায় রয়েছে কয়েক হাজার ভারতীয়।  

নিউইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’-এর প্রতিবেদন বলছে, ভারত এবং আমেরিকা উভয় সরকারই যৌথভাবে এখনও পর্যন্ত সে দেশে বসবাসকারী প্রায় ১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছে। এবার তাদের ভারতে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। অবৈধ অভিবাসীদের সংখ্যা নিশ্চিত না করলেও তাদের ফেরত পাঠানোয় সায় রয়েছে নয়া দিল্লিরও।

‘ব্লুমবার্গ’র প্রতিবেদন অনুসারে, এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। কারণ, এখনও পর্যন্ত ১৮ হাজার জন চিহ্নিত। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। 

সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে সমীক্ষক সংস্থা ‘পিউ রিসার্চ সেন্টার’-এর তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে আমেরিকায় অবৈধ অভিবাসনের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয়রা। প্রথম মেক্সিকো এবং দ্বিতীয় এল সালভাদর। 

সমীক্ষক সংস্থার দাবি, প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় বিনা নথিতে আমেরিকায় বাস করছেন।

প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় বার শপথ নেওয়ার পরই বেশ কিছু নির্দেশিকাই স্বাক্ষর করেছেন ট্রাম্প। তার মধ্যে অন্যতম অবৈধ অভিবাসন সংক্রান্ত নির্দেশ। আমেরিকা-মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করার নির্দেশ দিয়েছেন তিনি। 

‘ব্লুমবার্গ’ জানিয়েছে, আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে সে দেশের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে ভারত সরকারও। আমেরিকায় ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে ভারত যে আগ্রহী, সেটি বোঝানোর জন্যই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আমেরিকায় কতজন অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে সে বিষয়ে দিল্লির তরফে এখনও স্পষ্ট কোনও সংখ্যা জানানো হয়নি। তবে পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অবৈধ অভিবাসন রুখতে দু’দেশই পদক্ষেপ করতে শুরু করেছে। এই সহযোগিতার কারণেই আমেরিকা থেকে সর্বশেষ যে ভারতীয়দের দেশে ফেরানো হয়েছে, তাঁদের চার্টার্ড বিমানে দিয়ে যাওয়া হয়েছে। ভারত থেকে আমেরিকায় যাওয়া বৈধ অভিবাসীদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই এই সহযোগিতা বলে জানিয়েছেন জয়সওয়াল। সূত্র: আনন্দবাজার। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি