ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া পারমাণবিক অস্ত্র চুক্তি সই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ২৭ এপ্রিল ২০২৩

উত্তর কোরিয়াকে ঠেকাতে প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার সাথে পারমাণবিক অস্ত্রতে চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইউল ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই যুগান্তকারী চুক্তিতে একমত হন। 

নতুন এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ায় মার্কিন পরমাণুসজ্জিত সাবমেরিন মোতায়েন করতে পারবে যুক্তরাষ্ট্র। 

এছাড়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে কোনো পরিকল্পনায় সিউলকে যুক্ত করতে সম্মত হয়েছে ওয়াশিংটন। এর বিনিময়ে দক্ষিণ কোরিয়া কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। 

এই চুক্তি উত্তর কোরিয়ার আক্রমণ প্রতিরোধে মিত্রদের সহযোগিতা করবে বলে মনে করেন জো বাইডেন।

এএইচ  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি