খালেদার দুর্নীতির মামলা
যুক্তিতর্ক আগামীকাল পর্যন্ত মূলতবি
প্রকাশিত : ১৪:৩৯, ২০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৬:২৩, ২০ ডিসেম্বর ২০১৭
জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় যুক্তিতর্ক ও শুনানি আগামীকাল পর্যন্ত মূলতবী ঘোষণা করেছেন আদালত। আগামীকাল বৃহস্পতিবার আবারও একই সময়ে বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ ড. আক্তারুজ্জামানের অস্থায়ী আদালতে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তি উপস্থাপনের জন্য আজ বুধবার দিন ধার্য করা হয়। এছাড়াও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার খালেদার আত্মপক্ষ সমর্থনের লিখিত বক্তব্য জমা দেওয়া ও এক আসামির সাফাই সাক্ষীর দিন ধার্য করা হয়েছিলো।
মামলার এজাহার থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তেজগাঁও থানায় ২০১০ সালের ৮ আগস্ট মামলা দায়ের করে।
এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে দুদক রমনা থানায় অপর একটি মামলা দায়ের করে ২০০৮ সালের ৩ জুলাই।
এএ/এমআর
আরও পড়ুন