ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

যুদ্ধবিরতির পর ৪০০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ২ ডিসেম্বর ২০২৩

যুদ্ধবিরতির পর গত এক দিনে গাজা উপত্যকার অন্তত ৪০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে খান ইউনিস এলাকাতেই ৫০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। এদিকে এক দিনে ইসরাইলি হামলায় ১৮৪ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

সাত দিনের যুদ্ধবিরতির পর শুক্রবার থেকে আবার গাজায় পুরোদমে স্থল, নৌ ও আকাশ পথে হামলা শুরু করে ইসরায়েল। রাতেও তারা ক্ষান্ত দেয়নি। পরদিন শনিবারেও একই মাত্রায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে প্রায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়। হামাসের হাতে জিম্মি হয় আরও অন্তত ২৪০ ইসরায়েলি। এর প্রতিক্রিয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গাজা উপত্যকায় প্রায় দুই মাস ইসরাইলি হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত সপ্তায় দুই পক্ষ বন্দি ও জিম্মি বিনিময়ের জন্য প্রথমে চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে আরও দুই দফায় তিন দিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। যুদ্ধবিরতি শেষে আবার পূর্ণ মাত্রায় গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। সূত্র: আনাদোলু এজেন্সি

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি