ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

যুদ্ধবিরতি চুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ ইসরায়েলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৪

যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মিদের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বিক্ষোভের সময় তারা সেনা সদরদপ্তরের পাশাপাশি বিভিন্ন সরকারি ভবনের সামনে সমবেত হন এবং নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন।

হাজার হাজার সরকারবিরোধী ইসরায়েলি বিক্ষোভকারী তেল আবিবের প্রাণকেন্দ্রে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এসময় গাজায় আটক থাকা বন্দিদের মুক্তির জন্য আরও প্রচেষ্টার আহ্বান জানান তারা।

এদিকে, অবরুদ্ধ গাজায় ২৪ ঘণ্টায় হামলা চালিয়ে ২৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এ নিয়ে ১১ মাসের যুদ্ধে নিহতের সংখ্যা ৪১ হাজার ১৪২ জনে দাঁড়িয়েছে। 

গাজা সিটির তুফাহ এলাকায় একটি বাড়িতে হামলায় ১১ জন নিহত হয়। এছাড়া বেশকিছু আশ্রয় শিবিরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে নেতানিয়াহুর সেনারা। গাজার উত্তরাঞ্চলের আল-মানশিয়া, শেখ জেইদ এবং বেইট লাহিয়া শহর খালি করতে বাসিন্দাদের নির্দেশ দিয়েছে ইসরায়েল। 

গাজার ৭৪ শতাংশ মানুষ বর্তমানে তাঁবুতে বাস করছে বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এছাড়া বিশুদ্ধ পানির অভাবে চরম মানবিক সংকট দেখা দিয়েছে শিবিরগুলোতে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি