যুদ্ধবিরতি ছাড়া বন্দি মুক্তি না দেয়ার ঘোষণা হামাসের
প্রকাশিত : ১৪:৪৪, ৩ ডিসেম্বর ২০২৩
যুদ্ধবিরতি শেষ হওয়ায় পুরোদমে গাজায় বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। হামলা চলছে দক্ষিণ গাজাতেও। এদিকে, যুদ্ধবিরতি ছাড়া বন্দিদের মুক্তি না দেয়ার ঘোষণা দিয়েছে হামাস। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের তালিকায় ১০ হাজারের বেশি নারী ও শিশু।
এক সপ্তাহ যুদ্ধবিরতির পর আবার সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। প্রায় দু’মাস ধরে চলা এই যুদ্ধে হামাসের বিরুদ্ধে নানা ধরনের মারণাস্ত্র প্রয়োগ করেছে তারা।
যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় ৪শ’র বেশি স্থাপনায় আঘাত হেনেছে ইসরায়েলী সেনারা। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় হামলা হয়েছে ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে।
নতুন করে হামলার পক্ষে সাফাই গাইছে ইসরায়েলী সেনাবাহিনী। তাদের দাবি, হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে হঠাৎ রকেট হামলা চালানোয় তারা পাল্টা হামলা শুরু করেছে।
এদিকে, হামলা বন্ধ না করলে ইসরাইলের সঙ্গে বন্দিবিনিময় ইস্যুতে আলোচনার প্রস্তাব উড়িয়ে দিয়েছে হামাস। হামাসের হাতে এখন ইসরাইলি যেসব বন্দি আছে, তারা সেনা সদস্য এবং এমন বেসামরিক ব্যক্তি, যারা ইসরাইলি সেনাবাহিনীতে এর আগে কাজ করেছে।
ফিলিস্তিনি প্রশাসন জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে নতুন করে শুরু হওয়া ইসরাইলি হামলায় গাজায় দুশ'র বেশি লোক নিহত হয়েছে। হামলা করা হচ্ছে শরণার্থী শিবিরেও।
এমন পরিস্থিতিতে, মিশর থেকে কমপক্ষে ৫০টি ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করেছে। সেখানে রয়েছে খাদ্য, পানি, ত্রাণ সহায়তা, চিকিৎসা সামগ্রী এবং ওষুধ।
এএইচ
আরও পড়ুন