ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

যুদ্ধে বছরব্যাপী সমর্থন দিতে পারবেন না, নেতানিয়াহুকে বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ২৬ জানুয়ারি ২০২৪

গত সপ্তাহে এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, তিনি গাজায় বছর ধরে চলা যুদ্ধকে সমর্থন করবেন না।

 নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে হিব্রু সংবাদমাধ্যম ওয়ালা জানিয়েছে, বাইডেন নেতানিয়াহুকে হামাসের বিরুদ্ধে স্বল্প মাত্রার লড়াইয়ের রূপান্তর ত্বরান্বিত করতে বলেছিলেন, যাতে বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি কম হয়।

বাইডেন নেতানিয়াহুকে বলেছিলেন, যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের কৌশল কী তা তিনি বুঝতে পারছেন না এবং যুদ্ধ শেষ হওয়ার পরের দিনের জন্য পরিকল্পনা কী তা জবাব দেওয়ার জন্য তাকে চাপ দেন।

ওয়ালার প্রতিবেদনের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর কার্যালয় বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট বাইডেনের সমর্থনের প্রশংসা করেছেন এবং তার সাথে কথোপকথনে এটি পরিষ্কার করেছেন যে ইসরায়েল তার সমস্ত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি