ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

‘যুদ্ধ শিশু’ নিয়ে ইমরান খন্দকার  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ৩ ডিসেম্বর ২০১৮

নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন ইমরান খন্দকার। “যুদ্ধ শিশু” শিরোনামে মহান বিজয় দিবসকে সামনে রেখে গানটি নির্মাণ করা হয়েছে। গানটি লিখেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব নাছিমা বেগম (এনডিসি), সুর করেছেন সুজন ও সংগীত আয়োজন করেছেন ফরহাদ।   

দেশের অন্যতম রেকর্ড লেবেল আজব রেকর্ডস থেকে প্রকাশিত হবে “যুদ্ধ শিশু” শিরোনামের গানটি।

নতুন গান প্রকাশ সম্পর্কে ইমরান খন্দকার বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত এই গানটি গাইতে পেরে আমার খুব ভালো লাগছে। আশা করি শ্রোতাদের ও ভালো লাগবে। গানটি ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা এবং পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী। গানটি আজব রেকর্ডস এর ইউটিউব চ্যানেল এ দেখা যাবে। এছাড়াও শ্রোতারা শুনতে পারবেন জিপি মিউজিক, এবং বাংলালিংক ভাইব এ্যাপ এ।

এসি  
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি