‘যুবতি রাধে’ গানটির কপিরাইট বাতিল (ভিডিও)
প্রকাশিত : ১২:০৩, ২৭ জানুয়ারি ২০২২ | আপডেট: ১২:০৯, ২৭ জানুয়ারি ২০২২
শেষ পর্যন্ত সরলপুর ব্যান্ডের আলোচিত গান ‘যুবতি রাধে’ গানটির কপিরাইট বাতিল হলো। কপিরাইট কার্যালয়ের গঠন করা ৫ সদস্যের বোর্ড বলছে, গানটির ৮০ ভাগই ময়মনসিংহ গীতিকা থেকে কপি করা। অনৈতিকভাবে মিথ্যা তথ্য দিয়ে ‘সরলপুর’ ব্যান্ড দল গানটিকে মৌলিক গান বলে দাবি করেছে।
২০১৮ সালে ব্যাপক দর্শক প্রিয়তা পায় গানটি। পার্থ বড়ুয়ার সংগীত পরিচালনায় কন্ঠ দিয়েছিলেন শিল্পী মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরী।
হঠাৎই গানটির কপিরাইট দাবি করে সরলপুর। ফলে গানটি ইন্টারনেট থেকে সরিয়ে নেয়া হয়।
আইনি প্রক্রিয়ায় দেখা যায়, গানটির সত্ত্ব বা কপিরাইট নিজেদের নামে করে নিয়েছে সরলপুর ব্যান্ড। তবে গানটি ময়মনসিংহ গীতিকার। তাই সরলপুরের কপিরাইট বাতিলের দাবি জানায় আইপিডিসি আমাদের গান প্রকল্প।
বুধবার শুনানী শেষে সরলপুরের কপিরাইট বাতিল করে দেয় বোর্ড।
অতিরিক্ত সচিব সাবিহা পারভীন বলেন, ‘সরলপুর ব্রান্ড যেটা নিজেদের বলে দাবি করেছে সেটা ময়মনসিংহ গীতিকার থেকে কপি করা হয়েছে। প্রায় ৮০ শতাংশেরও বেশি এবং সে একটা মিথ্যা তথ্য দিয়েছে। যে কারণে সরলপুর ব্রান্ডের সত্ত্ব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কপিরাইট বোর্ড। এখন এটার সত্ত্বাধিকার সরলপুর ব্রান্ডের নয়, সেই ক্ষেত্রে এটা যেহেতু পাবলিক ডোমিনের বিষয় এই জিনিসটা অবহিত করে এটা যে কেউ ব্যবহার করতে পারবেন।’
তবে কপিরাইট অফিস বলছে অনৈতিকভাবে এ কপিরাইট নিয়েছিল সরলপুর। গানটির ১২ লাইনের প্রায় পুরোটাই চুরি করা।
কপিরাইট রেজিস্ট্রার জাফর রেজা চৌধুরী বলেন, ‘সরলপুর ব্রান্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে, গানটি সম্পূর্ণ মৌলিক এবং এটা কোথাও থেকে হুবহু কপি করা হয়নি। সুতরাং তারা যে মিথ্যা অঙ্গিকারনামা দিয়েছে এর দায়ে তাদের কপিরাইট রেজিস্ট্রেশন বাতিল হওয়া উচিত।’
এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার সুযোগ আছে সরলপুরের।
এএইচ/