ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

যুব সমাজকে জাতীয়-আন্তর্জাতিক ফোরামে নেতৃত্বদানের উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ৭ মে ২০২৪ | আপডেট: ১৮:৪১, ৭ মে ২০২৪

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে সব শ্রেণীর মানুষের সম্পৃক্ততা অতি জরুরী। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে সরকারি সব সুযোগ সুবিধা পৌছে দিতে হবে এবং উন্নয়ন কাজে তাদের সম্পৃক্ত করতে হবে।

মন্ত্রী সোমবার ঢাকার অফিসার্স ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির পুর্ণমিলনী অনুষ্ঠানে বক্তব্য দানকালে একথা বলেন।

সমিতির সভাপতি ও কর কমিশনার ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সচিব ইব্রহিম হোসেন মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক মোস্তাকিম বিল্লাল ফারুকী, বানিজ্য মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব মনসুরুল আলম,  বাপেক্স এর এমডি মোহাম্মদ শোয়েব, খান বাহাদুর গ্রুপের এমডি তোফায়েল কবির খান, সাবেক ভিসি শামসুর রহমান, বায়োফার্মার এমডি মাসুম বিল্লাহ, সাবেক এমপি শিউলি আজাদ, শফিকুল মাহমুদ শামীম, জামাল উদ্দিন মীর প্রমুখ। অনুষ্ঠানে মন্ত্রী বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মধ্যে হিফযুল কোরআন প্রতিযোগীতা ২০২৪-২৫ “আল কোরআন এর আলোকযাত্রা” কর্মসূচীর উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, যুব সমাজ দেশের ভবিষ্যত। তাদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা ভবিষ্যতে দেশকে জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামে নেতৃত্ব দিতে পারে। ধর্মমন্ত্রী বলেন ইসলামের বিধিবিধান গুলো সঠিকভাবে অনুসরন করা হলে মানুষের কোন সমস্যা হয় না। সামর্থবান ব্যক্তিরা যাকাত প্রদান করলে দেশে গরীব মানুষ থাকার কথা নয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের পলিসি হচ্ছে, যাকাত দিবেন আয়করে রিবেট পাবেন। যিনি যত টাকার যাকাত দিবেন তিনি তত টাকার রিবেট পাবেন। এই টাকা দরিদ্রদের পুনর্বাসনে কাজে লাগানো হচ্ছে।              

  কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি