যেভাবে আগুনের সূত্রপাত
প্রকাশিত : ১৮:১৮, ২১ ফেব্রুয়ারি ২০১৯
প্রথমে এক পিকআপের সাথে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এরপর প্রাইভেট কারের সিএনজি বিস্ফোরণ হয়। এর পাশেই ছিল হোটেল, হোটেলে রান্না হচ্ছিল গ্যাসে, সেই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ। সবমিলিয়ে ৩০ সেকেন্ডের ঘটনা।
ত্রিশ সেকেন্ডের মধ্যে পাশে থাকা বৈদ্যুতিক খুটিতে ট্রান্সফর্মারে বিস্ফোরণ। ইতিহাসের অন্যতম ভয়াবহ আগুন ছড়িয়ে গেল ভবনে, ছিল নেল পালিশের কেমিকেলের গোডাউন থেকে শুরু করে পারফিউমের কেমিক্যাল। এমনকি লাইটার রিফিলের গ্যাসের ছোট ছোট জার। দুদিন আগেও সাত ট্রাক কেমিক্যাল ঢুকেছে।
ওয়াহিদ ম্যানসনের ওয়াহিদ সাহেব মারা গেছেন আগেই, তার দু ছেলে এ ভবনে থাকতেন, ভাগ্যের কি পরিহাস, তারা যে কেমিক্যাল গোডাউন ভাড়া দিলেন, তার বিস্ফোরনেই প্রাণ গেছে নিজেদের পরিবারের লোকদের।
পরদিন ছুটি থাকায় অধিকাংশ ব্যবসায়ীরা একটু গুছিয়ে নিচ্ছিলেন, সেই গোছানোয় চিরতরে গোছানো। মৃতের সংখ্যা ৮০, বাড়ার আশংকা, হতাহত অর্ধশত।
এভাবেই নিজের ফেসবুক পেজে আগুনের সূত্রপাত সম্পর্কে লিখেছেন প্রত্যক্ষদর্শী আবু হেনা মাসুকুর রহমান।
আরকে//
আরও পড়ুন