ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

যেভাবে এসেছে ‘বিশ্ব মৃদু হাসি দিবস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ৭ অক্টোবর ২০২২

হাসি শুধু মনভারের উপশমই ঘটায় না, শরীরের জন্যও উপকারী। হাসি হার্ট ভালো রাখে, মুড বা মনের অবস্থা ঠিকঠাক রাখে। সুতরাং হাসির বিকল্প নেই। বিশেষ করে মৃদু হাসি। এই মৃদু হাসির লোকদের অনেকেই শুধু হাসির জন্যই পছন্দ করেন। আর মৃদু হাসির কথা ভাবলেই আমাদের চোখে ভেসে ওঠে ‘স্মাইলি’ ছবি বা ইমোজি। যা সদিচ্ছা ও আনন্দের একটি প্রতীক হিসেবে বিশ্বে স্বীকৃত।

প্রতিবছর অক্টোবরের প্রথম শুক্রবার উদ্‌যাপিত হয় ‘বিশ্ব মৃদু হাসি দিবস’। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না, স্মাইলি ছবিটি কে এঁকেছেন!

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উয়ারস্টারের একজন বাণিজ্যিক চিত্রশিল্পী হার্ভি বল। স্মাইলি ফেইস, যাকে বাংলায় বলে মৃদু হাসির চেহারা, তিনি এঁকেছেন ১৯৬৩ সালে। সেই গোলাকার হলুদ রঙের চেহারা, দুটো গোল গোল চোখ ও একটি বক্র রেখার ঠোঁট যা হাসিকে নির্দেশ করে।

ওয়ার্ল্ড স্মাইল ডে ডটকম ওয়েবসাইটের তথ্য অনুসারে, দিন দিন তার মৃদু হাসির ছবিটার অতিরিক্ত বাণিজ্যিক ব্যবহারে উদ্বিগ্ন হয়ে পরেন হার্ভি বল। ছবিটার অনুকরণের মাধ্যমে প্রতিনিয়ত নতুন ছবি সৃষ্টিতে এর প্রকৃত অর্থ ও উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে।

সেই শঙ্কা থেকেই বিশ্ব মৃদু হাসি দিবসের ধারণাটা এসেছে। হার্ভি বল ভেবেছিলেন যে, বছরের একটি দিন আমাদের উৎসর্গ করা উচিত মৃদু হাসির জন্য। মৃদু হাসি বোঝে না কোনো রাজনীতি, এলাকা ও ধর্ম। তিনি ঘোষণা দেন যে, প্রতি বছর অক্টোবরের প্রথম শুক্রবার বিশ্ব মৃদু হাসি দিবস হিসেবে পালিত হবে।

১৯৯৯ সালে প্রথমবারের মতো উদ্‌যাপিত হয় বিশ্ব মৃদু হাসি দিবস। এরপর থেকে তা প্রতিনিয়ত পালিত হচ্ছে এর উৎপত্তিস্থল উয়ারস্টার, ম্যাসাচুসেটসসহ সারা বিশ্বে।

ষ্টিভ বলের শহর উয়ারস্টারে দিনটি পালিত হয় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এমনকি স্মাইল সার্টিফিকেট বা মৃদু হাসি সনদ দেওয়া হয় স্থানীয়দের। এ ছাড়া বিশ্বের সবচেয়ে বড় মানব হাসির চেহারা, বেলুন উড্ডয়ন, কনসার্ট, সার্কাস অনুষ্ঠান, মৃদু হাসির প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে।

এ ছাড়া বিশ্বে দুস্থদের মুখে হাসি ফোটাতে খাদ্য বিতরণ, কাছের লোকজনকে ট্রিট দেয়, হাসপাতালগুলোতে রোগীদের মুখে হাসি ফোটাতে নানা আয়োজন করা হয়।

২০০১ সালে হার্ভির মৃত্যুর পর তার নাম ও স্মৃতি স্মরণে গঠন করা হয় হার্ভি বল বিশ্ব মৃদু হাসি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন প্রতিবছর বিশ্ব মৃদু হাসি দিবসের অফিশিয়াল স্পনসর। এ ফাউন্ডেশনের উদ্যোগেই ওয়ার্ল্ড স্মাইল ডে ডটকম ওয়েবসাইটের জন্ম যেখানে বিশ্ব হাসি দিবস সম্পর্কে যাবতীয় তথ্য ও স্টিভ বলের সাক্ষাৎকার রয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি