ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যেভাবে নিজের ভাষায় দোয়া করবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ২১ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৭:২৩, ২১ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

যে কোন ব্যাপারে, যে কোন সময়ে আল্লাহ্‌ তাআলার সাহায্য প্রার্থনা করা, তার কাছে ক্ষমা চাওয়া একজন মুমিন মুসলমানের অন্যতম প্রধান একটা কাজ হওয়া উচিত। আমরা যদি দুনিয়াতেই তাকাই, তাহলে দেখব প্রার্থনা করা ছাড়া কিছু পাওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার। উদাহরণসরূপ-যে মা তার সন্তানকে এত ভালবাসেন ছোটবেলায় সে সন্তান দুধের জন্য কান্না না করলে সেই মাও কিন্তু সচারাচর সন্তানকে দুধ দেন না। আবার ধরেন, দুইটা ভিক্ষুক রাস্তায় পাশাপাশি দাঁড়িয়ে ভিক্ষা করছে আর আপনি পাশ দিয়ে যাচ্ছেন। একটা ভিক্ষুক আপনার দিকে হাত বাড়িয়ে করুন সুরে কিছু চাইলো আর অন্য ভিক্ষুকটা কিছু না করে এমনিতেই দাঁড়িয়ে থাকলো। তাহলে বলেন আপনি কাকে সাহায্য করবেন?

এইবার নিজের দিকে তাকান। মহান সৃষ্টিকর্তা আপনি না চাইতেই আপনাকে কত নিয়ামত দিয়ে রেখেছেন বিনিময়ে আপনি, আমি সেই নিয়ামতের জন্য শোকর করা তো দূরে থাক বরং সারাদিন শুধু তাঁকে দোষারপই করতে থাকি যে তিনি কেন আমাকে এইটা দিলেন না বা অমুক কাজটা করতে সাহায্য করলেন না। অথচ আপনি কয়বার তার কাছে দুয়া করেছেন? মহান আল্লাহকে যে কোন ভাষায় ডাকা যায়, তিনি সবার ভাষা বুঝেন। তাই আসুন নিজের ভাষায় দোয়া করি। 

ইয়া রহমান! ইয়া রহিম! ইয়া রব্বাল 'আলামীন! আমি আপনাকে ডাকছি আপনার সুন্দর সুন্দর নামগুলো ধরে। আপনার যে নামগুলো আপনি প্রকাশ করেছেন, আপনার কিতাবে উল্লেখ করেছেন এবং আপনার সৃষ্টিকে শিখিয়েছেন অথবা যে নামগুলো আপনি গায়েবের জ্ঞানের মাধ্যমে অপ্রকাশিত রেখেছেন, সেই প্রতিটি নাম ধরে আজ আমি আপনার কাছে ফরিয়াদ করছি ইয়া রব!

আল্লাহুম্মা সল্লী ওয়া সাল্লিম 'আলা নাবিয়ীনা মুহাম্মদ (দরুদ পাঠ) ইয়া রব্ব, আমাকে এই দু'আতে আন্তরিক এবং সত্য রাখুন। আমার জিহ্বায় শাহাদাত সহকারে আমাকে মৃত্যু দিন। আমাকে সর্বাবস্থায় আপনার প্রতি সুধারণা রাখার তাওফিক দিন।আমার জন্য কবরকে প্রসারিত করুন, আলোকিত করুন। আমার কবরের সওয়াল-জওয়াব সহজ করুন।

কিয়ামতের দিন আমাকে ভয়, উদ্বেগ ও ত্রাস থেকে মুক্ত রাখুন।আমাকে মিজানের দাঁড়িপাল্লায় সফল করুন। আমাকে বিদ্যুতের মতো সিরাত পাড় করিয়েদিন।বিচারের দিন আমার দোষ অন্যের সামনে প্রকাশ হতে দিয়েন না ইয়া আল-গফুর! ইয়া আ'ফু, আমি যে পাপগুলির কথা ভুলে  যাই এবং যে পাপগুলি আমি পাপ হিসেবে বিবেচনাও করি না, সেই পাপগুলোর প্রত্যেকটি ক্ষমা করে দিন। আমাকে ডানহাতে আমার হিসাবের কিতাব লাভের তাওফিক দিন। আমাকে প্রশান্তিতে ভরপুর হৃদয় দান করুন। আমাকে অন্যকে ক্ষমা করার ক্ষমতা দিন।

আমাকে কল্যাণকর বাক্য উচ্চারণের তাওফিক দিন। আমার জিহ্বাকে মিথ্যা, গীবত এবং অন্যকে আঘাত করা থেকে রক্ষা করুন। ইয়া রব! আমার দ্বারা যেন কখনো আপনার বান্দার হক নষ্ট না হয়। আমাকে 'সবরুন জামীল' দান করুন। আমাকে সহীহ আকীদাহ, সুষ্ঠ দলিলের সহিত দ্বীনের জ্ঞান দান করুক। আমার মুখস্থ করার ক্ষমতা বাড়িয়ে দিন এবং কুরআনের কথার গভীরতা উপলব্ধি ও আমলের তাওফিক দিন।

আমার মা বাবা কে হেফাজত করুন, তাদেরকে নেক হায়াত দিন, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। তাদের সুস্বাস্থ্যের ব্যবস্থা করুন এবং তাদের জন্য আমাকে সুসন্তান হিসেবে সাদাকায়ে জারিয়াহ করে কবুল করুন।

আমার আপন ভাই-বোনদেরকে হেফাজত করুন। তাদেরকে দ্বীনের পথে অটল রাখুন। তাদের বৈবাহিক জীবনে আপনার রহমত এবং বারাকাহ দিন। শায়তানকে কখনো আমাদের পারিবারিক বন্ধন ভাঙতে দিয়েন না আল্লাহ।‌
আমাদেরকে নেক সন্তান দান করুন এবং তাদেরকে মুসলিম উম্মাহর বীর হিসেবে গড়ে তুলতে সাহায্য করুন, আমাদের সন্তান যেন আমাদের জন্যে সাদাকায়ে জারিয়াহ হয়।

আমার নিজস্ব ত্রুটিগুলি বুঝার এবং সংশোধনের তাওফিক দিন।আমাকে ধন-সম্পদ দান করুন এবং তার পুরোটাই আপনার পথে ব্যয় করার তাওফিক দিন। ইয়া রব! কোন বান্দা যেন আমাকে অপমান, অবমাননা, নিপীড়ন এবং উপহাস করতে না পারে। আপনি অত্যাচারীকে আমার উপর সবল হতে দিয়েন না আল্লাহ! আমাকে সাহসী, আত্মবিশ্বাসী এবং একটি প্রজ্ঞাবান মুসলিম হতে সাহায্য করুন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।

মুসলিম উম্মাহর মধ্যে যারা জীবিত এবং মৃত আছে, তাদের সবাইকে ক্ষমা করুন ইয়া রব। মুসলিম উম্মাহর উপর রহম করুন ইয়া আল্লাহ এবং নিপীড়িতদের বিজয় দান করুন। আমাদের সবাইকে আপনি এক করে দিন, নেক করে দিন ইয়া আল্লাহ! আমাদের মধ্যে যারা অসুস্থ, তাদের সুস্থ করে দিন ইয়া আশ-শাফিই! আমাদের মধ্যে যারা নিঃসন্তান, তাদের আপনি নেক সুসন্তান দিক ইয়া আল-খলিক!

আমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদেরকে চক্ষু শীতলতাকারী জীবন-সঙ্গী দিন ইয়া আল-ওয়াদুদ! আমাদের মধ্যে যারা হিদায়াত থেকে অনেক দূরে, তাদের অন্তরকে আপনার হিদায়াতের আলো দিয়ে ভরিয়ে দিন ইয়া আন-নূর!

ইয়া আল্লাহ! আমাকে এমনভাবে পরিবর্তন করে দিন, যেভাবে থাকলে আপনি আমার উপর সবচেয়ে খুশি হবেন! ইয়া আল্লাহ তায়ালা আমার ঈমান, তাওয়াক্কুল, ইয়াকিন বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ আমাকে তাকওয়া, জ্ঞান এবং উত্তম আখলাকে বৃদ্ধি করুন। আমাকে নিফাকী, রিয়াহ এবং কুফর থেকে হেফাজত করুন।

ইয়া আল্লাহ! আমাকে বর্তমান এবং ভবিষ্যতের পরীক্ষাগুলো ঈমানী শক্তি দিয়ে পাড় করার তাওফিক দিন, ইয়া আল্লাহ! আমাকে আপনার বিধিবিধান এবং কদরের উপর সচেতন হৃদয় এবং সন্তুষ্টি দান করুন, ইয়া আল্লাহ আমাকে মুহসীনীনদের মধ্যে রাখুন, মুত্তাকিন, মুখলিসীনদের অন্তর্ভুক্ত করুন।

ইয়া আল্লাহ! আমাকে উপকারী জ্ঞান এবং পবিত্র রিযিকে বৃদ্ধি করুন। ইয়া আল্লাহ! আমাকে হৃদয়ের অসুস্থতা থেকে রক্ষা করুন (হিংসা, অহংকার, লোক-দেখানো প্রবণতা, রাগ, দুনিয়ার অত্যাধিক মায়া থেকে হেফাজত করুন) ইয়া আল্লাহ! আমাকে আপনার ইবাদত করার জন্যে আপনার ঘরের মেহমান হিসেবে নিয়ে যান! ইয়া আল্লাহ! আমাকে ইয়াওমুল কিয়ামতের দিন আপনার আরশের ছায়া দান করুন।

ইয়া আল্লাহ! আমাদের স্বামী-স্ত্রীদের মধ্যেকার ভালবাসা এবং বারাকাহর সম্পর্ককে রক্ষা করুন। আমার পরিবারের সদস্যদের একে অপরের সাথে আচরণকে আরও উন্নত করুন। ইয়া আল্লাহ! আমাদের পরিবারকে জান্নাতুল ফিরদৌসে পরম সুখে একত্রিত করুন।

ইয়া আল্লাহ! আমাদের বাচ্চাদের জন্যে উত্তম পিতা-মাতা এবং উদাহরণ হবার তাওফিক দিন। ইয়া আল্লাহ আমাদের সন্তানদের আমাদের ভুল শিক্ষা থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের বাচ্চাদেরকে সকল ক্ষতি, অসুস্থতা, কুফরী, হারাম ও ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করুন। ইয়া আল্লাহ! আমার প্রিয়জনদেরকে শায়তানের ওয়াসওয়াসা, মানুষ ও জ্বিনদের মধ্য থেকে সকল অশুভ শক্তি ও ক্ষতি থেকে রক্ষা করুন। ইয়া আল্লাহ! আমাদের পুরো বংশকে জান্নাতুল ফিরদৌসে এক করুন। ইয়া আল্লাহ আমার পিতা-মাতা, আমার বোন এবং ভাই, আমার প্রবীণ এবং সমগ্র উম্মাহকে মর্যাদায় উন্নীত করুন।

ইয়া আল্লাহ! আমাকে এবং আমার প্রিয়জনদের নানা ধরনের দুরারোগ্য ব্যধি থেকে রক্ষা করুন। খারাপ বার্ধক্য এবং অলসতা থেকে আমাদের বাঁচান। আমাদের জমিন থেকে এই রোগ এবং আযাব উঠিয়ে নিন। অসহায় অসুস্থতা থেকে আমাদের রক্ষা করুন রব্বে কারিম। দাজ্জাল, ইয়াজুজ ও মাজুজ এবং শেষ দিবসের ভয়ানক পরীক্ষা থেকে আমাদেরকে বাঁচান ইয়া রব! আমাদেরকে হিদায়াত দিন, আ'ফিয়া দিন এবং সুন্দর মৃত্যু দিন।

আমার ত্যাগ আমার স্মরণ, আমার মেধা আমার মনন, আমার কলম আমার বচন, আমার শক্তি আমার ধন, আমার জীবন আমার মরণ, আমার সবকিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ! তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু তুমি নিরঞ্জন! তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি