ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

যে কারণে ওজিলকে একাদশে রাখেননি এমেরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ২৭ আগস্ট ২০১৮

ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ওয়েস্টহ্যামকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। টানা দুই হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে গানাররা। তবে অবাক করার বিষয়, সেই ম্যাচে আর্সেনাল স্কোয়াডে ছিলেন না মেসুত ওজিল।

কেন ছিলেন না দলের প্রাণভোমরা? কোন কারণে বাদ পড়লেন? এ নিয়ে জল্পনা-কল্পনা ছিলই। অবশেষে ফাঁস হল মূল রহস্য।

জানা যায়, গেল সপ্তাহে দলের অনুশীলনে ঝগড়া বাধে এমেরি-ওজিলের। আর সে কারণটাও জানা গেছে। ওই সময়ই কোচ শিষ্যকে জানিয়ে দিয়েছিলেন, ওয়েস্টহ্যামের বিপক্ষে থাকছ না তুমি। পরে যখন ফিরবে তখন মিডফিল্ডার নয়, প্লে-মেকার হয়ে খেলতে হবে। এমেরির এ প্রস্তাব মোটেই পছন্দ হয়নি ওজিলের। সেই থেকে দ্বন্দ্ব শুরু, যার চূড়ান্ত পরিণতিই ওয়েস্টহ্যামের বিপক্ষে স্কোয়াডে জায়গা না পাওয়া।

তবে তাতে বিন্দুমাত্র কর্ণপাত করছেন না আর্সেনালের ৪৬ বছর বয়সী কোচ। বলেন, ওজিলের সঙ্গে আমার কোনও ঝগড়া হয়নি। সে ছিল অসুস্থ। ম্যাচ খেলার মতো ফিট ছিল না। তাই স্কোয়াডে রাখা হয়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি