ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে কারণে পদত্যাগ করলেন জাতীয় সমাজের সভাপতি-সা: সম্পাদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ১৭ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

পদত্যাগ করেছেন জাতীয় পার্টির (এরশাদ) সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান।

গতকাল বুধবার (১৬ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় তারা এই পদত্যাগের খবর জানান। 

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পার্টির অবস্থান সাংঘর্ষিক হওয়ায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কারণ গত ১৩ আগস্টে কোটা আন্দোলনে সমর্থন দিয়ে বিবৃতি এবং ১৭ জুলাই কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছিলাম এবং সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে সর্বাত্মক অংশগ্রহণ ছিল আমাদের।

সারাদেশে জাতীয় ছাত্র সমাজের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে দলের অবস্থান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি