ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে কারণে মা‌ইগ্রেনের ব্যথায় বেশি কষ্ট পান নারীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ৩১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মাইগ্রেনে আক্রান্ত হন নারীরাই বেশি। পুরুষের তুলনায় সেই সংখ্যা তিন গুণ বেশি। এবং ৩০ থেকে ৩৯ বছরের নারীরাই সব থেকে বেশি কষ্ট পান এমন মাথার ব্যথায়। অবাক করা তথ্য হলেও, এমনই কথা বলা হয়েছে এক গবেষণায়।

‘সোসাইটি ফর উইমেনস হেল্‌থ রিসার্চ’-এ এই গবেষণা করা হয় বলে জানা গেছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে। গবেষণায় বলা হয়েছে, মূলত দু’টি কারণে নারীরা মাইগ্রেনে আক্রান্ত হন-

১। সংসার, কর্মক্ষেত্র এবং সামাজিক নানা দায়িত্ব সামলাতে গিয়েই এমন মাথা ব্যথার সৃষ্টি হয়।

২। নারীদের শরীরে এস্ট্রোজেন ও অন্যান্য সেক্স হরমোনের প্রভাবের ফলেও মাইগ্রেনের ব্যথা হয়।

মাইগ্রেনের ব্যথা নিয়ে বেশ কয়েক বছর ধরেই গবেষণা চলছে। কিন্তু, এখনও পর্যন্ত সঠিক কোনও চিকিৎসা বা ওষুধ বের হয়নি। তবে অনেক খাবার রয়েছে যা মাইগ্রেনের ব্যথার প্রকোপ কম করতে সাহায্য করে। বা, এমন কিছু কাজ যা করলে মাথায় ব্যথা শুরু হতে পারে, তা নিয়েও সচেতন থাকা যেতেই পারে। 

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি