যে কারণে মোসাদ্দেক-সাব্বিরকে ডেকেছে বিসিবি
প্রকাশিত : ১৪:৫০, ৩০ আগস্ট ২০১৮
ক্রিকেট তারকা মোসাদ্দেক হোসেন সৈকত ও সাব্বির রহমানকে তলব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী শনিবার তাদের ডাকা হয়েছে। ঠিক কী কারণে তাদের ডাকা হয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে তাদের ওপরে ওঠা বিতর্কিত অভিযোগের বিষয়গুলো নিয়ে বসা হবে।
জানা যায়, ব্যাটিং অলরাউন্ডার সৈকতের বিরুদ্ধে করা সাবেক স্ত্রীর ১০ লাখ টাকা যৌতুক মামলার বিষয়টি সম্পর্কে অবগত হয় বিসিবি। তবে মামলা হওয়ায় সঙ্গে সঙ্গেই এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি।
অন্যদিকে, নারী ঘটিত ব্যাপার এবং দর্শকদের গালিগালাজ ও প্রহার করায় ব্যাপকভাবে সমালোচিত হন ক্রিকেট তারকা সাব্বির। এ সব অপরাধে তাকে একাধিকবার আর্থিক জরিমানাও গুণতে হয়েছে। এছাড়া ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের নিষেধাজ্ঞাও দিয়েছে বিসিবি।
একে//