ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

যে কারণে সৌদি যুবরাজকে ধন্যবাদ জানালেন ইমরান খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ২৩ জানুয়ারি ২০২৫

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। সৌদি আরবে আটক হাজার হাজার পাকিস্তানি নাগরিককে মুক্তি দেওয়ায় ইমরান খান ধন্যবাদ জানিয়েছেন সালমানকে। 

বুধবার (২২ জানুয়ারি) ইমরান খান সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইমরান খানের বরাত দিয়ে তার কৌঁসুলি এই তথ্য জানিয়েছেন। ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন। 

এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, ২০১৯-২০২৪ সালে সৌদি মোট সাত হাজার ২০৮ জন পাকিস্তানি বন্দিকে ছেড়ে দিয়েছে। 

জিও নিউজ বলছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে আসেন সৌদি যুবরাজ। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। তখনই পাকিস্তানি বন্দিদের মুক্তির বিষয়ে সালমানকে অনুরোধ করেছিলেন ইমরান খান। 

সেই সময় পাকিস্তান সফরের পর সৌদি যুবরাজের নির্দেশে বহু সংখ্যক পাকিস্তানি বন্দিকে মুক্তি দেওয়া হয়।   

ইসহাক দার জানিয়েছেন, ২০১৯ সালে সৌদির জেল থেকে ৫৪৫ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়। এ ছাড়া পরবর্তী সময়ে ২০২০ সালে ৮৯২ জন, ২০২১ সালে ৯১৬ জন, ২০২২ সালে এক হাজার ৩৩১ জন, ২০২৩ সালে এক হাজার ৩৯৪ জন এবং ২০২৪ সালে দুই হাজার ১৩০ জনকে মুক্তি দেওয়া হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি