ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

যে চার নারীর অসম্মান করা পাপ! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ২ আগস্ট ২০১৯ | আপডেট: ১২:৫৩, ২ আগস্ট ২০১৯

মহিলাদের উপরে অত্যাচার এখন সামাজিক ব্যাধিতে পরিণত। অখচ ‘রামচরিতমানস’-এর মতো মহাকাব্যেই কিন্তু এ বিষয়ে সতর্ক করা হয়েছে। মহাকবি তুলসীদাস বিরচিত ‘রামচরিতমানস’-এ এমন চার মহিলার কথা বলা হয়েছে, যাঁদের কোনও অবস্থাতেই অসম্মান করা উচিত নয়। তাঁদের প্রতি কুনজর দিলে তা মহাপাপ হয়। এমন করলে সারাজীবন তাঁর ফল ভুগতে হয় বলেই দাবি করা হয়। 

• ভাতৃবধূ—ছোট ভাইয়ের স্ত্রী বাড়ির পূত্রবধূর সমান। তাঁর দিকে কুনজর কখনও দেওয়া উচিত নয়। এমন কাজ কেউ করলে তার ফল খারাপ হয়। কোনওভাবেই এই পাপের প্রায়শ্চিত্ত করা যায় না। 

• পুত্রবধূ নিজের মেয়ের সমান হয়। তাঁর সম্মান রক্ষা করা গোটা পরিবারের কর্তব্য। ভুলেও নিজের পুত্রবধূকে অপমান করা উচিত নয়। অপমানিত হতে দেখলেও তার প্রতিবাদ করা উচিত।

• নিজের মেয়ের সম্মান করা, যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে তাকে রক্ষা করা সব পিতার কর্তব্য। নিজের কন্যার সঙ্গে খারাপ ব্যবহার করার থেকে বড় পাপ আর কিছু নেই। কেউ এমন করলে তা মহাপাপ হয়।

• নিজের ছোট বোনকে মেয়ে আর বড় বোন মাতৃসমা। কেউ যদি নিজ স্বার্থে বোনকে অপমান করে বা তার লাঞ্ছনা সহ্য করে, তবে সেই ভাইয়ের কপালে অনেক দুঃখ থাকে।


টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি