ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে দ্বীপে নারীরা নিষিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ১০ জুলাই ২০১৭ | আপডেট: ২২:২৮, ২৪ জুলাই ২০১৭

ছবি : জাপানের ওকিনোশিমা দ্বীপ

ছবি : জাপানের ওকিনোশিমা দ্বীপ

Ekushey Television Ltd.

ওকিনোশিমা দ্বীপটির অবস্থান জাপানে। এটি দেশটির প্রাচীন ধর্মীয় ও পবিত্র স্থান। এ দ্বীপে নারীদের যাওয়া নিষিদ্ধ। ধর্মীয় কারণেই এ নিষেধাজ্ঞা। এই দ্বীপটিকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে।

সপ্তদশ শতকে সমুদ্রে নাবিকদের সুরক্ষায় প্রার্থনার জন্য এ দ্বীপে নির্মাণ করা হয় ওকিতসু উপাসনালয়।

তবে ওই দ্বীপে পা রাখার আগে পুরুষদের জামাকাপড় খুলে রাখতে হয়, বিশেষ পদ্ধতিতে নিজেদের শুদ্ধ ও পরিচ্ছন্ন করে নিতে হয়।

দ্বীপ ছেড়ে যাওয়ার সময় সেখান থেকে তাদের কোনও স্মারক নিয়ে যাওয়ারও অনুমতি দেওয়া হয় না।

এমন কী ওই দ্বীপে যাওয়ার পর কী ঘটেছে, সেটাও তারা অন্য কাউকে বলতে পারেন না।

তবে `জাপান টাইমস` পত্রিকা বলছে, উপাসনালয়টি নির্মাণের অনেক আগে থেকেই সমুদ্রগামী জাহাজের নিরাপত্তার জন্য ও কোরিয়া এবং চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য সেখানে প্রার্থনা করার চল ছিল।

বিদেশ থেকে আনা হাজার হাজার শিল্পসামগ্রী ওই দ্বীপ থেকে পাওয়া গেছে। কোরিয়া উপদ্বীপ থেকে আনা বহু সোনার আংটিও তার মধ্যে ছিল।

প্রতি বছর মাত্র একটি দিন - ২৭ মে - ওই দ্বীপে দর্শনার্থীরা আসতে পারেন। তবে দর্শনার্থীদের সব প্রাচীন রীতিনীতি অক্ষরে অক্ষরে মেনে চলতে হয়।

দর্শনার্থীর মোট সংখ্যাও কিছুতেই ২০০ ছাড়াতে পারবে না। তবে সবচেয়ে বিতর্কিত যে বিষয়টি, তা হল তাদের সবাইকে পুরুষই হতে হবে!

সূত্র: বিবিসি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি