ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

যৌতুকের মিথ্যা মামলায় বাদীকে ৩ বছর কারাদন্ড

প্রকাশিত : ১৬:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

নড়াইলে যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে আসামিদের হয়রানি করায় বাদী ফারহানা খানম আশাকে তিন বছর সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আব্দুল আহাদ এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ফারহানা নড়াইলের মীর্জাপুর গ্রামের স ম ফয়সালের মেয়ে।

মামলায় উল্লেখ করা হয়েছে, দুই লাখ টাকা যৌতুকের দাবিতে ২০১১ সালের ৮ আগস্ট স্ত্রী ফারহানা খানম আশাকে তার স্বামী কালিয়ার খড়রিয়া গ্রামের সুজল মোল্লা মারপিটে গুরুতর জখম করে। এ ঘটনায় ওই বছরের ২৫ সেপ্টেম্বর স্বামী সুজল, শ্বশুর চাঁন মিয়াসহ তিনজনের বিরুদ্ধে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন ফারহানা। সাক্ষ্য প্রমাণ শেষে এ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক স্বামী ও শ্বশুরসহ আসামিদের খালাস দেন।

এদিকে, মিথ্যা মামলা দায়ের করায় ২০১৪ সালের ২০ অক্টোবর ফারহানা খানম আশাসহ চারজনের বিরুদ্ধে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন শ্বশুর চাঁন মিয়া। এ মামলায় স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামী ফারহানা খানম আশার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন। অন্যরা খালাস পেয়েছেন।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি