ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যৌথ বাহিনীর অভিযান : পালাতে গিয়ে শ্রমিক লীগের ২ নেতা গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ২৭ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার (২৭ অক্টোবর) ভোরে গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন, গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি সৈকত হোসেন বাবু (২৭) ও একই গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক হোসেন মিয়া (২৬)।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার ভোরে হোসেন্দী গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক সৈকত হোসেন বাবুর বিরুদ্ধে বিস্ফোরক, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে।

অন্যদিকে বিস্ফোরক, চুরি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে হোসেনের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “গ্রেপ্তাররা বিভিন্ন মামলার এজহার নামীয় আসামি। একাধিক মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি