ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

যৌনতার অভিযোগ, রিপাবলিকান প্রতিনিধির আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ১৪ ডিসেম্বর ২০১৭

যৌন নিগ্রহের অভিযোগের মুখে মার্কিন রাজনীতিক ড্যান জনসন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের এই রিপাবলিকান প্রতিনিধি স্থানীয় সময় বুধবার বন্দুকের একটি গুলিতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কেনটাকির বুলিট কাউন্টির ময়নাতদন্তকারী কর্মকর্তা ডেভ বিলিংস।

৫৭ বছর বয়সী জনসন কেনটাকির লুইভেল এলাকার ‘হার্ট অব ফায়ার’ গির্জার নেতা ছিলেন। তার বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠে। সোমবার কেনটাকি সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং ওই নারীর অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

পরদিন মঙ্গলবার জনসনএক সংবাদ সম্মেলন ডেকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

কিন্তু তার পরদিন বুধবার সন্ধ্যায় লুইভেলের কাছে মাউন্ট ওয়াশিংটনের নির্জন একটি জায়গায় নিজ গাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বন্দুকের একটি গুলিতে জনসনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী কর্মকর্তা বিলিংস।

সূত্র: নিউইউর্ক টাইমস

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি