ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

যৌন কেলেঙ্কারির ঘটনায় মিসৌরির গভর্নরের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ৩০ মে ২০১৮ | আপডেট: ১৩:১১, ৩০ মে ২০১৮

যৌন কেলেঙ্কারির ঘটনায় মিসৌরির গভর্নর এরিক গ্রেইটেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী শুক্রবার তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। যৌন ও আর্থিক কেলেঙ্কারির দায়ে তার বিরুদ্ধে অভিসংশন প্রক্রিয়ার মধ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তাকে রিপাবলিকান দলের উদীয়মান শক্তি হিসেবে বিবেচনা করা হতো। এক নারীর সম্মতি ছাড়া তার দিগম্বর দেহের ছবি তোলায় তার বিরুদ্ধে অভিসংশনের প্রক্রিয়া শুরু হয়। নৌ বাহিনীর সাবেক এই কর্মকর্তা এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন।

২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় তিনি কোনো বিবাহবহির্ভূত সম্পর্কে নিজেকে জড়াননি বলেও দাবি করেন এরিক গ্রেইটেন। মিসোসৌরির বর্তমান সংসদে গ্রেইটেনের দলের সংখঝ্যাগরিষ্ঠতা রয়েছে।

এদিকে এক সংবাদ সম্মেলনে গ্রেইটেন দাবি করেন, গত কয়েকটা মাস আমার জন্য, আমার পরিবারের জন্য এবং আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য খুব চ্যালেঞ্জের ছিল। ৪৪ বছর বয়সী এ রাজনৈতিক ব্যক্তি আরও দাবি করেন, তার পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ ও সুনিবিড় সম্পর্ক রয়েছে। কেবল আমি আর আমার পরিবারকে মানষিক চাপে ফেলতেই এমন অভিযোগ আনা হয়েছে। আমরা প্রতিহিংসার শিকার।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি