ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

যৌন কেলেঙ্কারির জের: বরখাস্থ ৪ অ্যাথলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৩, ২০ আগস্ট ২০১৮

রাশিয়া বিশ্বকাপে ফুটবলাররা সুনাম কুড়ালেও এশিয়ান গেমসে এসে সেই সুনাম ক্ষুণ্ণ করেছে দেশটির বাস্কেটবল খেলোয়াড়রা। এরই জের ধরে ৪ অ্যাথলেটকে বহিষ্কার করা হয়েছে।

গত বৃহস্পতিবার কাতারের বিপক্ষে জয়কে একটু বেশি উপভোগ করতে গিয়ে জাতীয় দলের জার্সি গায়েই ইন্দোনেশিয়ার জাকার্তার কুখ্যাত নিষিদ্ধ পল্লীতে চলে যান। সেখানে গিয়ে মদ্যপানের পাশাপাশি যৌনকর্মী ভাড়া করে হোটেলে নিয়ে আসেন ওই চার খেলোয়াড়। পরে খেলোয়াড়রা হোটেল ঘরে দেহ ব্যবসায়ীদের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন।

অভিযুক্ত চার জাপানি বাস্কেটবল দলের সদস্যরা হলেন- ইয়া নাগায়োশি, তাকুয়া হাসিমোতা, তাকুমা সাতো, কেইটা ইমামুরা। বাস্কেটবল খেলায় ৫ জন কোর্টে থাকেন, ৭ জন থাকেন বেঞ্চে। জাপানের হাতে এখন বদলি হিসেবে নামানোর জন্য মাত্র তিনজন খেলোয়াড় অবশিষ্ট থাকলেন। ২ বার সোনা ও ৬ বার এই ইভেন্টে ব্রোঞ্জ জেতা জাপান তবু এ বিষয়ে এতটুকু ছাড় দিতে রাজি নয়।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি