ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যৌন নিগ্রহ নিয়ে রিচার বিস্ফোরক মন্তব্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

হলিউডে যৌন নিগ্রহ নিয়ে পানি ঘোলা কম হয়নি। একে একে বেরিয়ে আসছে গোপন খবর। মুখ খুলছেন অনেকেই। সেই প্রভাব পড়েছে বলিউডেও। যৌন নিগ্রহ নিয়ে এবার মুখ খুললেন রিচা চাড্ডা।

তিনি বলেন, ‘বলিউডে কোনও না কোনও সময় যৌন নিগ্রহের মুখে পড়তে হয় নায়িকদের। এটা কোনও নতুন ঘটনা নয়। তাই যদি কেউ ওই ধরণের ঘটনার সম্মুখীন হন, তাহলে চুপ করে না থেকে বিষয়টি নিয়ে মুখ খুলুন।’

শুধু তাই নয়, বলিউডে যখন কম বয়সী উঠতি নায়িকারা অনেক সময় বুঝতে পারেন না ফাঁদে পড়ার বিষয়টি, তখন একে অন্যকে বাঁচিয়ে চলেন বলেও জানিয়েছেন রিচা। আর তাই, বলিউডে যাতে মেয়েরা নিজেদের সম্মান বাঁচিয়ে কাজ করতে পারেন, সে বিষয়ে নজর রাখা উচিত বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

তাঁর কথায়, বলিউডেও অনেক ওয়েনস্টাইনকে সহ্য করতে হয় তাঁদের। তবে ৫০ এবং ৬০-এর দশকের তুলনায় বলিউড টাউনে যৌন নিগ্রহের মাত্রা অনেক কমেছে বলেও দাবি করেন রিচা।

সূত্র : এনডিটিভি

 

এসএ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি