ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

যৌন হেনস্থা তদন্তে জাতীয় তদন্ত অস্ট্রেলিয়ায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ২০ জুন ২০১৮

কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিভিন্ন অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির সরকার আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘোষণা দেয়।

বিশ্বব্যাপী আলোড়ন তোলা ‘মি টু’ প্রচারণার সঙ্গে সংহতি প্রকাশ করে এই তদন্তের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

যৌন হয়রানির বিভিন্ন অভিযোগ তদন্তে প্রায় ১২ মাস সময় লাগবে বলে জানায় দেশটির লিঙ্গ বৈষম্য বিষয়ক অধিদপ্তরের কমিশনার কেট জেনকিনস।

এই তদন্তের মাধ্যমে যৌন হয়রানি বিষয়ে নতুন দিকনির্দেশনা এবং প্রচলিত আইনেও পরিবর্তন আসবে বলে মনে করেন জেনকিনস।

জেনকিনস বলেন, “মি টু প্রচারণার মাধ্যমে অনেক নারী ও পুরুষ তাদের ওপর হয়ে যাওয়া যৌন নির্যাতন নিয়ে কথা বলছেন। আর আমরা চাই আমাদের কর্মক্ষেত্র আরও উন্নত হোক।’

তিনি আরও বলেন, ‘এমন একটি সমাজ তৈরিতে আমাদের কাজ করে যেতে হবে যেখানে এধরনের যৌন অপরাধ হবে না। আর যে সমাজের কর্মক্ষেত্রে যৌন হয়রানি হালকা ভাবে নেয়া হয় সেই সমাজ গঠনেও আমাদেরকে কাজ করে যেতে হবে।’

অস্ট্রেলিয়ার ১৫ বছরের বেশি বয়স্ক কর্মীদের মধ্যে ২০ শতাংশের বেশি কর্মী কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হন বলে জানায় দেশটির মানবাধিকার কমিশন।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি