ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যৌন হয়রানি নিয়ে মুখ ‍খুললেন ফাইফার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ৬ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

হলিউডের যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন অস্কার বিজয়ী অভিনেত্রী মিশেল ফাইফার। হলিউডের প্রভাবশালী পরিচালক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে উটা অভিযোগকে ‘পদ্ধতিগত’ নারী নিপীড়ন বলে আখ্যা দিয়েছেন তিনি। বিবিসির এক অনুষ্ঠানে অলিভিয়া কোলম্যান ও মিশেল ফাইফার তাদের নতুন  চলচিত্র `মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস` এর প্রচারণাকালে মিশেল এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বিবিসির অ্যান্ড্রু মার।

সাম্প্রতিক সময়ে যৌন হয়রানির বিষয়গুলো প্রকাশ পাওয়ায় যৌন কেলেঙ্কারি অবসানের পথ তৈরি হয়েছে বলেছে মনে ফাইফার।

উল্লেখ্য যে, কিছুদিন আগে অস্কার বিজয়ী হলিউড পরিচালক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়। এর পর আরো বেশ কয়েকজন অস্কার জয়ী পরিচালক ও বিখ্যাত ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠে।

সূত্র : বিবিসি

/ এমআর / এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি