ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

রওশন এরশাদের নেতৃত্বে গণভবনে যাচ্ছে জাপা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ১৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৯:০৬, ১৯ নভেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

আসন বণ্টন বিষয়ে আলোচনা করতে গণভবনে যাচ্ছে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির কয়েকজন নেতা।

সোমবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির এসব নেতাদের সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের আসন বণ্টন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।  

জাতীয় পার্টির একজন সিনিয়র নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মহাজোটের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে চিঠিটি হস্তান্তর করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়।

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি