রক্ত দান করলে যে উপকার হয়
প্রকাশিত : ১২:১৩, ১৩ মে ২০১৮ | আপডেট: ১৪:১০, ১৭ মে ২০১৮
একটি স্লোগান রয়েছে একের রক্ত অন্যের জীবন। রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না বরং উপকার হয়। অনেকেই না জেনে মনে করেন রক্ত দান করলে শরীরের ক্ষতি হয়। এমন ধারণা ভুল। তাছাড়া এমনিতেই রক্তের লোহিত কণিকাগুলো ৪ মাস পর পর স্বাভাবিকভাবেই ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় বা ক্ষয় প্রাপ্ত হয়। তাই রক্ত দান করলে যেসব উপকার হয় তা নিম্নে তুলে ধরা হলো-
১. রক্ত দান করলে উচ্চ রক্ত চাপের ঝুঁকি কমে।
২. স্ট্রোকের ঝুঁকি কমে।
৩. শরীরে অতিরিক্ত কোলেস্টেরল থাকলে তাও কমে যায়।
৪. অনেক সময় রক্ত দাতার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।
৫. সবচেয়ে রক্তদাতার বড় পাওনা হলো অসহায় বিপন্ন মানুষের জীবন বাঁচানো।
রক্তদাতা সামাজিকভাবেও বিশেষ মর্যাদা পান। গ্রহীতা চিরদিন ঋণী থাকেন।
লেখক: ডীন, মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
এসএইচ/