রপ্তানিতে প্রবৃদ্ধির ধারা ইতিবাচক (ভিডিও)
প্রকাশিত : ১৫:৪৬, ৮ সেপ্টেম্বর ২০২০
রফতানিতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের পর আগস্টেও বেড়েছে রফতানি আয়। রপ্তানির এমন ধারাকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। একই সাথে প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সরকারকে আরও জোরালো পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। তবে বাণিজ্যমন্ত্রী জানালেন, রফতানি-বাণিজ্য গতিশীল করতে ইতিমধ্যেই সরকারে একটি বিশেষ কমিটি কাজ করেছে।
করোনার প্রভাবে গেল মার্চ থেকে মে মাস পর্যন্ত রফতানি-বাণিজ্য ছিল পতনমুখী। তবে জুন থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে। আর অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রফতানিতে বড় ধরনের প্রবৃদ্ধি হয়, ছাড়িয়ে যায় লক্ষ্যমাত্রা। আগস্টেও রফতানিতে ইতিবাচক ধারা বজায় ছিল।
রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, জুলাই-আগস্ট দু’মাসে পণ্য রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৬৮১ কোটি মার্কিন ডলার। আর অর্জিত হয় ৬৮৮ কোটি ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ শতাংশ বেশি এবং আগের বছরের একই সময়ের চেয়ে আয় বেড়েছে ২ দশমিক ১৭ শতাংশ। আর একক মাস হিসাবে আগস্টে পণ্য রফতানি ২৯৬ কোটি ৭১ লাখ ডলারের। গত বছরের আগস্টের তুলনায় রফতানি বেড়েছে ৪ দশমিক ৩২ শতাংশ।
রপ্তানির এই প্রবৃদ্ধির ধারা ধরে রাখার তাগিদ অর্থনীতিবিদদের। প্রয়োজনে আরও জোরালো পদক্ষেপ নেয়ার পরামর্শ তাদের।
সিপিডি গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম হোসেন বলেন, সরকার উত্তরাত্তর অর্ডার বাড়াচ্ছে, সেটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। বাণিজ্য মন্ত্রণালয়ের দিক থেকে উচিত হবে যে সমস্ত পণ্য আমদানীকারক দেশ রয়েছে, যে সমস্ত পণ্যভিত্তিক চাহিদা বেশি সেই পণ্যগুলো যাতে আরও বাড়তি পরিমাণে অর্ডার তাদের দেশের উদ্যোগতারা, বায়াররা যেন বাংলাদেশে বেশি প্রেস করে তার জন্য চিঠি লিখতে পারেন।
করোনার ঝুঁকি সামাল দিয়ে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী সরকার। এজন্য বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ইনডিভিজ্যুয়াল একটি মাসে এতো পরিমাণ এক্সপোর্ট হয়নি। নতুন মার্কেটের জন্য, ইনসেনটিভ বাড়ানোর জন্য চিঠি লিখেছি। নট অনলী রেডিমেট গার্মেন্টস, এনেথিং নিউ মার্কেট। নতুন বাজারে আরও যেন দুই পার্সেন্ট বাড়ানো যায় সেই দিকে লক্ষ্য রাখছি আমরা। একটা কমিটি করে দিয়েছি, বাণিজ্য মন্ত্রণালয় প্রতি সপ্তাহে বসে এটা ফলোআপ করছে।
চলতি অর্থবছর পণ্য ও সেবা মিলে ৪৮ বিলিয়ন মার্কিন ডলারের রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
এএইচ/এমবি
আরও পড়ুন