ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রপ্তানি পোশাক চুরির হোতা সাঈদসহ আটক ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ৪ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৫:০৪, ৪ ফেব্রুয়ারি ২০২৩

মহাসড়কে রপ্তানিযোগ্য পোশাক চুরির হোতা সাঈদসহ চক্রের চার সদস্যকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয় রপ্তানির পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, চক্রটি দেড়যুগ ধরে কার্ভাড ভ্যান থেকে শত শত কোটি টাকার তৈরি পোশাক চুরি করে আসছিল।

শুক্রবার রাতে র‌্যাব-৪ পৃথক অভিযানে মৌলভীবাজার, গোপালগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকা থেকে গার্মেন্টস পণ্য চুরির মূলহোতাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মূলহতা শাহেদ ওরফে সাঈদ ওরফে বদ্দা (৫২), মো ইমারত হোসেন সজল (৩৭), শাহজাহান ওরফে রাসেল ওরফে আরিফ (৩০) ও মো হৃদয় (২৮)। 

এ আগেও ব্রাজিলের ব্রান্ড মিরসার জন্য তৈরি সোয়েটার চুরির মামলায় সাঈদকে গ্রেফতার করা হয়েছিল।  

সাঈদ ২০০৪ সালে কাভার্ডভানে গার্মেন্ট পণ্য পরিবহন শুরু করেন। পরে সে রপ্তানীমুখী গার্মেন্ট পণ্য চুরির সিন্ডিকেট গড়ে তোলে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 

সম্প্রতি চুরির ঘটনায় গাজীপুরের গাছা থানায় সাধারণ ডায়েরি করে এক গার্মেন্টস মালিকপক্ষ। পরে চোরচক্রের সদস্যদের গ্রেফতারসহ ঘটনার রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি