ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রফতানিতে টানা চারবার স্বর্ণপদক পাচ্ছে প্যাসিফিক জিন্স গ্রুপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ২২ মার্চ ২০১৮

রফতানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্যে টানা চতুর্থবারের মতো ২০১৪-২০১৫ অর্থবছরেও রফতানিট্রপি (স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক) পেতে যাচ্ছে চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত প্যাসিফিক জিন্স গ্রুপ। এর আগের তিনবার স্বর্ণ ও রোপ্যপদক পেলেও রফতানিতে টানা চারবার স্বর্ণপদক পাচ্ছে প্যাসিফিক জিন্স গ্রুপ। নীতিমালা অনুসরণ করে রফতানি বাণিজ্যে উল্লেখযোগ্য অবদান রেখেছে এমন ৬২টি শিল্পপ্রতিষ্ঠানের নাম ২০১৪-১৫ অর্থবছরের জন্যে নির্বাচিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তার মধ্যে চট্টগ্রামের প্যাসিফিক জিন্স গ্রুপের নামও রয়েছে। এ গ্রুপের প্রতিষ্ঠানগুলো হচ্ছে- তৈরি পোশাক (নিট ও ওভেন) খাতে ইউনিভার্সেল জিন্স লিমিটেড, প্যাসিফিক জিন্স লিমিটেড ও ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড এবং অন্যান্য সেবাখাতের আর এম ইন্টারলাইনিংস লিমিটেড। শতভাগ বাংলাদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানগুলো স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি পাবে। গত ১৫ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় এ প্রতিষ্ঠানগুলোর নাম গেজেট আকারে প্রকাশ করে। প্রতি বারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক হস্তান্তর করবেন।

ইতোপূর্বে তিনবার স্বর্ণ ও রোপ্যপদক পেলেও গত ২০১৩-২০১৪ অর্থবছরে প্রথমবারের মতো ইপিজেড ক্যাটাগরিতে স্বর্ণ, রোপ্য এবং ব্রোঞ্জ তিনটি পদকই পেয়েছে জিন্স রফতানিতে বিশ্বের অন্যতম বৃহৎ এ কোম্পানি।

প্যাসিফিক জিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিভার্সেল জিন্স লিমিটেড ইপিজেড ক্যাটাগরিতে ২০১৩-১৪ অর্থবছরে জাতীয় রফতানিতে শীর্ষস্থান অর্জন করেছে। এছাড়া একই ক্যাটাগরিতে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে একই গ্রুপের জিন্স ২০০০ লিমিটেড ও প্যাসিফিক জিন্স লিমিটেড। ইউনিভার্সেল জিন্স লিমিটেডের আগে এ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান জাতীয় রফতানিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়টি স্বর্ণপদক, ছয়টি রৌপ্যপদক ও দুটি ব্রোঞ্জপদক অর্জন করেছে।

১৯৮৪ সালে প্যাসিফিক জিন্স এর যাত্রা শুরু হলেও ১৯৯৪ সালে চট্টগ্রাম ইপিজেডে দেড় হাজার শ্রমিক নিয়ে এ পোশাক কারখানার গোড়াপত্তন হয়। বর্তমানে এখানে এ গ্রুপের পাঁচটি কারখানা রয়েছে। বেপজা নিয়ন্ত্রিত দেশের আট ইপিজেডের মধ্যে দেশি-বিদেশি মালিকানায় চালু ও অপেক্ষামাণ ৫৫২টি কারখানার মধ্যে দক্ষিণ কোরিয়া ভিত্তিক ইয়াংওয়ান গ্রুপের পরেই প্যাসিফিক গ্রুপের অবস্থান। চট্টগ্রাম ইপিজেডের মধ্যে প্যাসিফিকই বৃহত্তম পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বর্তমানে এখানে ৩০ হাজার মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। বিগত দেড় দশকে প্যাসিফিক গ্রুপের বার্ষিক রফতানি প্রবৃদ্ধির হার ১২ থেকে ১৫ শতাংশ। কর্মসংস্থানের পাশাপাশি প্যাসিফিক জিন্স গ্রুপ জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে।

নাছির উদ্দিন ও সৈয়দ মোহাম্মদ তানভিরের নিরলস পরিশ্রম, সাধনা ও অধ্যবসায়ের ফলে প্যাসিফিক জিন্স গ্রুপ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ঈর্ষণীয় সুনাম ও খ্যাতি অর্জন করেছে।

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি