ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

রবীন্দ্র জয়ন্তী উৎসবের আয়োজন করেছে ‘স্বাদে বাংলাদেশ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ৮ মে ২০২৪ | আপডেট: ২০:৫৪, ৮ মে ২০২৪

বাঙালীর আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক, বাংলাভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী আজ। বাঙালির শিল্পে-সাহিত্যে-ঐতিহ্যে যারা অবদান রেখেছিলেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম।

বাঙালির মাঝে বাঙালিয়ানার নতুনত্বের সঞ্চার করেন তিনি। রবীন্দ্রনাথের গল্প, কবিতা, উপন্যাসের পোশাক, সাজসজ্জা বর্তমান সময়ে বাঙালির মনে দাগ কেটে তা সংস্কৃতির অবিচ্ছেদ অংশ হয়ে আছে। তাইতো জন্মজয়ন্তীতে রঙ বাংলাদেশ সর্বদাই শ্রদ্ধাভরে স্মরণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানকে।

এরই পরিপ্রেক্ষিতে বৈশাখ উৎসব এবং কবিগুরুর জন্মদিন উপলক্ষে ৩ দিনব্যাপী রবীন্দ্র জয়ন্তী উৎসবের আয়োজন করেছে ‘স্বাদে বাংলাদেশ।’ 

স্বাদে বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, বৈশাখ উৎসব এবং কবিগুরুর জন্মদিন উপলক্ষে আমরা আয়োজন করতে যাচ্ছি তিন দিনব্যাপী (২৩-২৫ বৈশাখ) তথা ৬-৮ মে রবীন্দ্র জয়ন্তী উৎসব। যেখানে থাকবে নানা রকম ঐতিহ্যবাহী বাংলা খাবারের সাথে স্পেশাল বৈশাখী মেন্যু। শেষদিন তথা ২৫ বৈশাখ (৮ মে) সন্ধ্যায় থাকছে রবীন্দ্রানাথের গান আর কবিতা আবৃত্তি অনুষ্ঠান।

কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি