রমজানের ৫০ ভাগ চাহিদা পূরণের লক্ষ্য এস আলম গ্রুপের (ভিডিও)
প্রকাশিত : ১৩:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২৪
১২ লাখ টন ভোগ্যপণ্য আমদানি করছে শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। রমজানে বাজারে পণ্যের জোগান ও সরবরাহ-ব্যবস্থা স্থিতিশীল রাখতেই এই উদ্যোগ নিয়েছে ব্যবসায়ী প্রতিষ্ঠানটি। দেশীয় বাজারে তেল, গম ও চিনির বিদ্যমান চাহিদার গড়ে ৩০ শতাংশ পূরণ করছে এস আলম গ্রুপ। এবছর ৫০ ভাগ চাহিদা একাই পূরণ করতে চায় প্রতিষ্ঠানটি।
রমজানে ভোজ্যতেল, ডাল, ছোলা এবং চিনির চাহিদা বেড়ে যায়। সরবরাহ ঠিক না থাকলে বাড়ে দাম।
এসব বিবেচনায় প্রতি বছরের মতো বাজার স্থিতিশীল রাখতে এবারও বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি করছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ।
এস আলম গ্রুপের জিএম মো. আকতার হোসেন বলেন, “এবছর ১২ লাখ টন পণ্য আমদানি করা হয়েছে। তার মধ্যে রয়েছে চিনি, ভোজ্যতেল, গম, ছোলা এবং মসুর ডাল।”
দেশে চিনির বার্ষিক চাহিদা ২৪ লাখ টন। এরমধ্যে রমজানে চাহিদা থাকে ২ লাখ ৭২ হাজার টনের মতো। বাজারে যাতে পর্যাপ্ত সরবরাহ থাকে তা নিশ্চিতে করতে ৬ লাখ ৪১ হাজার চিনি আমদানি করছে এস আলম গ্রুপ।
এদিকে, বছরে ভোজ্যতেলের চাহিদার প্রায় ২২ লাখ টন হলেও শুধু রমজানে চাহিদা উন্নীত হয় ৩ লাখ টন। বাড়তি চাহিদা মেটাতে এস আলম গ্রুপ আমদানি করছে ২ লাখ ৫৮ হাজার টন ভোজ্যতেল।
মো. আকতার হোসেন বলেন, “চাহিদা আছে ৫ লাখ থেকে ৬ লাখ টনের মতো। এর ৩৫-৪০ শতাংশ আমরা সরবরাহ করবো। অন্য পণ্যের প্রায় ৫০ শতাংশ চাহিদার যোগান দিয়ে থাকি আমরা।”
গমে চাহিদা পূরণে এস আলম গ্রুপ আমদানি করছে ১ লাখ ৭৮ হাজার টন। পাশাপাশি বার্ষিক ৯১ হাজার টন চাহিদার ৫০ হাজার টন ছোলা যোগান দেবে এস আলম গ্রুপ। ডাল আমদানি হবে ৫০ হাজার টন।
এস আলম গ্রুপের জিএম বলেন, “আমরা আশা করি, এই বিপুল পরিমাণ মাল বাজারে এসে পৌঁছালে দামের ঊর্ধ্বগতি নিচের দিকে যাবে।”
এস আলম গ্রুপের ১২ লাখ টন ভোগ্যপণ্য আমদানির এই উদ্যোগ বাজারে ইতিবচাক ভূমিকা রাখবে বলে আশা অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের।
অর্থনীতিবিদ ফারুক মঈন উদ্দিন বলেন, “স্বাভাবিকভাবেই অন্যান্য দেশের সাথে যদি তুলনা করি আমাদের আমদানি নির্ভর অর্থনীতিতে রমজানে বেশ কিছু পণ্য যেগুলো আমরা তৈরি করিনা সেগুলো বাইরে থেকে আনতে হয়। ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যদি আমাদের ব্যবসায়ীরা দেখেন তাহলে জনগণের জন্য কিছু হলেও উপকার হয়। কেননা রমজানের সময় এর অভিঘাতটা দরিদ্র মানুষের উপর বেশি পড়ে।”
চাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনে আরও পণ্য আমদানির ব্যবস্থাও নেবে এস আলম গ্রুপ।
এএইচ
আরও পড়ুন