ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রমজানে নিত্যপণ্য স্থিতিশীল রাখতে অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ১০ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৪, ১০ জুন ২০১৭

রমজানে নিত্যপণ্য স্থিতিশীল রাখতে শনিবার তিনটি বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
শনিবার নগরীর চকবাজার, ঝাউতলা বাজার ও ফিরিঙ্গি বাজারে আলাদা আলাদাভাবে এই অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দাম রাখা, বিএসটিআইয়ের অনুমোদনহীন পরিমাপক যন্ত্র ব্যবহার, রাস্তা দখল করে ইফতার বিক্রিসহ বিভিন্ন অপরাধে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেন আদালত। পরবর্তীতে  এ ধরণের অপরাধের পুনরাবৃত্তি হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি