রমাজানে দামবৃদ্ধির কোনো শংকা নেই (ভিডিও)
প্রকাশিত : ১৯:৫০, ২৭ মার্চ ২০১৯
দেশে যথেষ্ঠ নিত্য পণ্যের যথেষ্ঠ মজুদ ও যোগান থাকায় রমাজানে দামবৃদ্ধির কোনো শংকা নেই বলে আশ^স্ত করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রণালয়ে ব্যবসায়ীসহ অংশী জনদের সাথে বৈঠক শেষ মন্ত্রী জানান, রমজানের পুরোটা সময়েই বাজারে নিবিড় নজরদারি চালু থাকবে। আর, নিত্য পণ্যের পরিবহনে সব ধরনের চাঁদাবাজি’র জিরো টলারেন্সে থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
পবিত্র রমাজান মাসে প্রয়োজনীয় নিত্য পণ্যের স্থানীয় উৎপাদন, আমদানী, মজুদ অবস্থা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা করতে, অংশীজনদের নিয়ে বৈঠক করে, বাণিজ্য মন্ত্রণালয়।
ব্যবসায়ীরা জানান, রমজান মাসের জন্য ভোজ্যতেল, চিনি, ছোলা, চাল, খেজুরের পর্যাপ্ত মজুদ আছে। পেয়াজ, শসার মতো পচনশীল উপকরণের আবাদও ভালো।
তবে, মফস্বল ও পার্শ্ববতী দেশ থেকে, রাজধানীসহ বড় বড় শহরতলীতে পৌছাতে, পথের চাঁদাবাজির দৌরাত্ম্য কমানোর দাবি ব্যবসায়ীদের।
চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলাবাহিনী এবার শক্ত অবস্থানে থাকবে বলে জানানো হয়।
বাণিজ্য মন্ত্রী জানান, বাজার নিয়ন্ত্রণে যত ধরনের উদ্যেগের প্রয়োজন হবে সব কিছুই করা হবে।
তবে রমাজানের পবিত্রতা রক্ষায় ব্যবসায়ীদের মুনাফা নিতে আরো সংযত হওয়ার আহবান বাণিজ্যমন্ত্রীর।
আরও পড়ুন