ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রসিকে বিএনপি নেতা-কর্মীদের ভয় দেখানো হচ্ছে: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ২১ ডিসেম্বর ২০১৭

রংপুর​ সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া তাদের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ারও অভিযোগ তুলেছে দলটি।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বি​এনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যে​ষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন। রিজভী অভিযোগ করে বলেন, গত দু্’দিন ধরে ক্ষমতাসীন দ​লের নেতা-কর্মীদের তাণ্ডবে সেখানে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু দলের নেতাকর্মীদেরই নয়, ভোটারদেরও ভয়-ভীতি দেখিয়ে কেন্দ্রে আসতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান এ​ইচ এম এরশাদ গত চার দিন ধরে রংপুরে অবস্থান করছেন দাবি করে রুহুল কবির রিজভী বলেন, তিনি দলের নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ ছাড়া জাতীয় পার্টির নেতা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতারা নির্বাচনী আচরণবিধ লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন এখনো নির্বিকার ভূমিকায় রয়েছে বলে দাবি করেন তিনি। এসময় তিনি বলেন‘নির্বাচন কমিশনের কর্মকর্তারা নির্লজ্জের মতো নির্বিকার থেকেছেন। আসলে বর্তমান নির্বাচন কমিশনও আওয়ামী মহাজোটকে খুশি করার কাজে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে, এটা তার একটি উদাহরণ।’

নির্বাচন কমিশনকে কটাক্ষ করে বিএনপির এই নেতা আরও বলেন  ‘নির্বাচন কমিশন সরকারের ইশারায় ঠুঁটো জগন্নাথের মতো নীরবতা পালন করেছে। বিরোধী দলগুলোর ক্ষেত্রে নির্বাচন কমিশন বিমাতাসুলভ আচরণ করেছে। সব মিলিয়ে আজকে রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে আমরা আবারও গভীর সন্দেহ ও সংশয় প্রকাশ করছি।

এমজে/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি