ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রহস্যময় হ্যাকের শিকার ইনস্টাগ্রাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ১৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১৩:০১, ১৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সামাজিক যোগাযোগের মাধ্যমের ছবি শেয়ারের সাইট ইনস্টাগ্রামের ব্যবহারকারিরা হঠাৎ করেই রহস্যময় এক হ্যাকের শিকার হয়েছেন।

বিশ্বব্যাপী বেশ কিছু ইনস্টাগ্রাম ব্যবহারকারিরা অভিযোগ করেছেন, হঠাৎ তাদের অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাচ্ছে। আর লগ ইন করলে দেখেন তাদের প্রোফাইল পিকচারের জায়গায় বিভিন্ন সিনেমা থেকে নেওয়া ছবি বসিয়ে দেওয়া হয়েছে।

আবার কেউ কেউ বলেছেন, তাদের অ্যাকাউন্টের নামও বদলে দেওয়া হয়েছে ফলে তারা লগইন করতে পারছেন না।

সম্প্রতি এক খবরে বলা হয়, ৮ আগস্ট থেকে ১১ আগস্টের মধ্যে এই হ্যাকিংয়ের ঘটনাগুলো ঘটেছে এবং ৮৯৯টি টুইটার অ্যাকাউন্ট একই ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, অ্যাকাউন্টগুলোতে তাদের মেইল আইডি বদলে দিয়ে রুশ মেইল সেবাদাতা প্রতিষ্ঠান মেইল ডট আরইউ এর বিভিন্ন মেইল অ্যাকাউন্টের আইডি বসিয়ে দেওয়া হয়েছে।

আর এ থেকে ধারণা করা হচ্ছে রাশিয়ান কোনো হ্যাকারদের কাজ হয়ে থাকতে পারে এটি। তবে হ্যাকাররা কোনো স্পর্শকাতর তথ্য চুরি করেছে বা এর বিনিময়ে কিছু দাবি করেছে এমন খবর এখন পর্যন্ত পাওয়া যায় নি।

ইনস্টাগ্রাম জানিয়েছে, তারা এ বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে।

ইনস্টাগ্রামের এক মুখপাত্র বলেন, ‘আমরা কোনো অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্থ হওয়ার কথা জানতে পারলে ওই অ্যাকাউন্ট বন্ধ করে দেই আর আক্রমণের শিকার যারা তারা তাদের পাসওয়ার্ড বদলাতে পারে ও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।’

কেএনইউ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি