ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

রহিম উদ্দিন ভরসা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ২৮ জুলাই ২০১৮

রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য রহিম উদ্দিন ভরসা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর (৮৬) মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রহিম ভরসা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। এর আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার ধানমণ্ডি এলাকার বাসা থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার  রাত সোয়া ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেনন তিনি।

তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রহিম ভরসা রংপুরের স্থানীয় দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি