ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রাউধা আতিফের মৃতদেহ উত্তোলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ১৮ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৯:১৪, ১৮ এপ্রিল ২০১৭

রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী ও মালদ্বীপের মডেল রাউধা আতিফের মৃতদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালত-১ এর বিচারক মাহাবুর রহমান।  আদালত পরিদর্শক আবুল হাশেম জানান, অতিরিক্ত জেলা প্রশাসক ও মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে মৃতদেহ উত্তোলনের আদেশ দেয়া হয়। গত ২৯ মার্চ রাজশাহী নগরের নওদাপাড়ায় কলেজের ছাত্রী হোস্টেল থেকে রাউধা আতিফের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের পর ১ এপ্রিল পরিবারের সদস্যদের উপস্থিতিতে নগরীর হেতেমখাঁ গোরস্তানে তাকে দাফন করা হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি