ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রাখাইনে গণকবরের সন্ধান পেয়েছে নিরাপত্তা বাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ১৯ ডিসেম্বর ২০১৭

মিয়ানমারের রাখাইন প্রদেশে একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ গণকবরের বিষয়ে তদন্ত করছে সেখানকার সেনাবাহিনী। সোমবার মিয়ানমারের সেনাপ্রধানের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই তথ্য জানানো হয়েছে।

ফেইসবুকে দেয়া এক বিবৃতিতে মিয়ানমারের সেনা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হেলাইং জানান, রাখাইন প্রদেশের রাজধানী সিত্তে থেকে ৩০ মাইল উত্তরের গ্রাম ইন দিনে একটি গণকবরে অজ্ঞাত ব্যক্তিদের মরদেহ পাওয়া গেছে। তবে সঠিক সংখ্যা কত তা তিনি উল্লেখ করেননি।

সেনাবাহিনী বলছে, ওই গণকবরে মরদেহ পাওয়ার ঘটনায় প্রাথমিক তদন্ত শেষ হয়েছে। তবে প্রকৃত ঘটনা জানতে বিস্তারিত তদন্ত চলছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রোহিঙ্গা বিদ্রোহীরা রাখাইনের ৩০টি পুলিশি ও একটি সেনা চৌকিতে হামলা চালালে সেখানকার সেনাবাহিনী অত্যন্ত কঠোর, পরিকল্পিত ও ধ্বংসাত্মক উপায়ে জবাব দেয়া শুরু করে। সেনাবাহিনীর এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ৭ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে এসেছে।

সূত্র: রয়টার্স

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি