ঢাকা, রবিবার   ১০ নভেম্বর ২০২৪

রাখাইনে গণহত্যা ও ধর্ষণের প্রমাণ মিলেছে: ওআইসি’র প্রতিনিধি দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৪১, ৭ জানুয়ারি ২০১৮

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা ও ধর্ষণসহ বর্বর নির্যাতনের ঘটনা ঘটেছে। আর এ সংক্রান্ত প্রতিবেদন খুব শিগগিরই ওআইসি`র কাছে পেশ করা হবে বলে জানিয়েছেন ওআইসি`র ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি `আইপিএইচআরসি`র চেয়ারপার্সন ড. রশিদ আল বালুসি।

ওআইসির ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল গত দুইদিন ধরে কক্সবাজারে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জানা যায়, প্রতিনিধি দলে ছিলেন, ওআইসি`র  ভাইস চেয়ারম্যান মেড এসকে ক্যাগওয়া, ড. রাইহানাহ বিনতে আবদুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত ও কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, এডামা নানা, মাহমুদ মোস্তাফা আফিফি, নির্বাহী পরিচালক মার্গোব সেলিম বাট, হাফিদ এল হাসমি, আকমেদ আল গামদি, মাহা আকিল, হাসান আবেদিন, আবদুল্লাহ কাবি ও মোহাম্মদ গালাবাসহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কক্সবাজার পৌঁছেন ১৩ সদস্যের এই প্রতিনিধি দল। ওইদিন দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন প্রতিনিধি দল। সেখানে কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরলে ওআইসি`র প্রতিনিধিদল রোহিঙ্গাদদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

 

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি