ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাঙামাটিতে বৈঠকে তিন উপদেষ্টা

রাঙামাটি প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৫০, ২১ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছেন সরকারের তিন উপদেষ্টা। এর আগে তারা হেলিকপ্টারযোগে রাঙামাটিতে পৌঁছান।

রাঙামাটিতে সেনা রিজিয়নের প্রান্তিক হল রুমে আইন শৃংখলা সংক্রান্ত বৈঠক চলছে। এর আগে বেলা ১২টায় তারা রাঙ্গামাটি বিজিবি সেক্টরে আসেন। ১২টা ৪০ মিনিটে এ মিটিং শুরু হয়। 

বৈঠকে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফনেন্ট্যান জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্হানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ ও পার্বত্য মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রয়েছেন।

এসময় রাঙ্গামাটির চট্টগাম রেঞ্জের জিওসি, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। 

এদিকে, তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে আজ শনিবার সকাল ৬টা থেকে ‘সিএইচটি ব্লকেড’ নামে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ৭২ ঘণ্টার এই অবরোধের শুরুতেই তিন জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। এ কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। 

পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৪ জন নিহত, অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তি দাবিতে গতকাল শুক্রবার ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র–জনতার’ ব্যানারে ৭২ ঘণ্টার এই অবরোধের ডাক দেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি