রাঙ্গামাটিতে লারমা গ্রুপের কর্মীকে গুলি করে হত্যা
প্রকাশিত : ১০:৪৬, ৫ জানুয়ারি ২০১৯
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বসু চাকমা (৩৫) নামে এমএন লারমা গ্রুপের অর্থাৎ সংষ্কারপন্থি এক কর্মী নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বাবুপাড়ায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বসু চাকমাকে নিজেদের কর্মী বলে দাবি করেছে সংগঠনটি বাঘাইছড়ি শাখার সাংগঠনিক সম্পাদক জসি চাকমা। তিনি এ ঘটনার জন্য প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসকে দায়ী করেছে। তবে এ দায় অস্বীকার করেছে জেএসএসের একটি সূত্র।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়ায় কমিউনিটির সামনে জোতি প্রভা চাকমার ঘরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি একাংশ এমএন লারমা গ্রুপ অর্থাৎ সংষ্কারপন্থির কর্মীরা নিজেদের সাংগঠনিক বিষয়ে আলোচনা সভা করছিল। হঠাৎ সশস্ত্র সন্ত্রাসীদের একটি গ্রুপ ওই ঘরে হানা দিয়ে অতর্কিতভাবে ব্রাসফায়ার করে সংষ্কারপন্থি কর্মীদের উপর। এ সময় আলোচনা সভার অন্যরা পালাতে পারলেও গুলিবিদ্ধ হয় ওই গ্রামের সম্বভু লাল চাকমার ছেলে বসু চাকমা। তার মাথায় ও শরীরে গুলি লাগায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে যিায় পুলিশ।
ওসি এম এ মঞ্জুর বলেন, নিহত বসু চাকমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি একনালা বন্ধক, একটি কার্তুজ, পিস্তল ও ২ রাউন্ড গুলি, নয়টি গুলির খোসা পাওয়া যায়। তবে নিহতের পক্ষ থেকে থানায় এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
একে//
আরও পড়ুন