রাঙ্গামাটিতে শতাধিক ঘর পুড়ে ছাই
প্রকাশিত : ০৯:৩৫, ৩ জুলাই ২০১৯
রাঙ্গামাটি লংগদু উপজেলায় আগুনে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মাইনী মুখ ইউনিয়নের ঢাকাইয়্যা টিলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান, দীঘিনালা ফায়ার সার্ভিস ও প্রশাসনের সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
ভুক্তভোগী জোসনা আক্তার জানান, রাতে দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মাইনী মুখ ইউনিয়নের ঢাকাইয়্যা টিলা এলাকায় শফিকের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন পুরো এলাকায় ছড়িয়ে শতাধিক ঘর পুড়ে যায়।
আরও পড়ুন