ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাঙ্গামাটির চিড়িয়াখানার বেহাল দশা

প্রকাশিত : ১১:১০, ১৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১১:১০, ১৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

পর্যটন নগরী রাঙ্গামাটির একমাত্র চিড়িয়াখানার বেহাল দশা। অযত্ম আর অবহেলায় ছাপ সব জায়গায়। জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে মাত্র চারজন কর্মচারী দিয়ে চলছে চিড়িয়াখানাটি। এরই মধ্যে মারা গেছে বেশ কয়েকটি প্রাণী। ২০০৬ সালে রাঙ্গামাটি শহরের রাঙ্গাপানি পুলিশ লাইনের পাশে ৩০ একর জায়গার উপর গড়ে তোলা হয় এই চিড়িয়াখানা। প্রতিষ্ঠার পর এখানে রাখা হয় ভাল্লুক, হরিণ, ময়ূর, বানর, অজগরসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি। প্রতিষ্ঠার কয়েক বছর পর থেকেই কর্মচারীর অভাবে অযত্ম অবহেলার শিকার হতে থাকে পশু পাখিগুলো। অর্ধহারে-অনাহারে মারা যায় অনেক প্রাণী। এছাড়া, চিড়িয়াখানার বেশিরভাগ কক্ষের মেঝেই স্যাঁতসেঁতে, ভাঙাচোরা। অস্বাস্থ্যকর পরিবেশ গোটা এলাকায়। আর প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় কমছে দর্শনার্থীও। চিড়িয়াখানার উন্নয়নে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে রাঙ্গামাটিবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি