ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাজউকের গায়েব হওয়া ৩০ হাজার নথি থেকে ২৬ হাজার ৭৭৭ উদ্ধার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ২ মে ২০২৩

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউকের সার্ভার থেকে ৩০ হাজার নথি গায়েব হওয়ার পর ২৬ হাজার ৭৭৭ নথি উদ্ধার হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাজউক। 

একইসঙ্গে ওই ৩০ হাজার নথি হ্যাকাররা হ্যাক করেছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি শওকত আড়ী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়।

আদালতকে রাজউকের আইনজীবী ইমাম হাসান এ তথ্য জানান। এর আগে গত ২ জানুয়ারি রাজউকের সার্ভার থেকে প্রায় ৩০ হাজার গ্রাহকের নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনায় ব্যাখ্যা তলব করেন হাইকোর্ট।

৩০ দিনের মধ্যে রাজউক চেয়ারম্যানকে ব্যাখ্যা দাখিল করতে নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত  বেঞ্চ এ আদেশ দেন।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি