ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাজধানীতে ঝুম বৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ১২ জুলাই ২০২৪

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের সকাল থেকেই রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। মধ্যরাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সকাল থেকে বাড়তে থাকে। এতে কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমেছে এসব এলাকায়। পথচারীদের দুর্ভোগের শেষ নেই।

আবহাওয়া অফিসের তথ্যমতে, দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

শুক্রবার (১২ জুলাই) মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি ভোর ৫টার দিকে আবারও মাঝারি আকারে শুরু হয় এবং সকাল ৮টা পর্যন্ত বৃষ্টি চলতে থাকে। ছুটির দিন হওয়ায় সড়কে মানুষ এবং যান কম থাকলেও বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা। 

বৃষ্টিতে ঢাকার অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিচু এলাকায় ড্রেন ভরে পানি জমেছে রাস্তায়।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। রোববার (১৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে, তবে পরবর্তী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি