ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৪২, ৮ আগস্ট ২০১৭

রাজধানীর কদমতলী এলাকায় শুক্রবার রাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইমরান নামের এক মাদক ব্যবসায়ি নিহত হয়েছেন। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইমরান হোসেন (৩৫)। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি পিস্তল, লক্ষাধিক টাকা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করে। রাত সাড়ে ১২টার দিকে ইমরানের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নিয়ে যাওয়া হয়।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কদমতলী ওয়াসা এলাকায় ‘মাদকস্পটে’ র‌্যাব অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ করে মাদক ব্যবসায়িরা গুলি ছুড়ে। তখন আত্নরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়। স্থানীয় লোকজন লাশ দেখে তার পরিচয় শনাক্ত করে। নিহত ইমরান ওই এলাকার মাদক ব্যবসায়ী ও ডাকাত বিল্লালের ভাই।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি